ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ঝালকাঠি সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সুগন্ধা'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুনইম হাসান অরূপ এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন মো. সিফাতুল ইসলাম। অরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সিফাত বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) মুনীর চৌধুরী কনফারেন্স রুমে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে তারা দু'জনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান খান ওই সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে যোগদান করেন।
নতুন সভাপতি অরূপ বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবসময় কাজ করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবো। সে জন্য যারা কমিটিতে আসতে চান তাদের সদস্য ফরম সংগ্রহের অনুরোধ করছি।
উল্লেখ্য, অরূপ নটরডেম কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং সিফাত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রউফ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তারা দু'জনেই ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC