কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে আজ মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। আনুমানিক ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর এলাকার লোকজন আজ সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিয়াবাজার হাইওয়ে থানাকে জানায়।
ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন আরও জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC