সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর কুমিল্লার চান্দিনা পালকি সিনেমাহল সংলগ্ন এলাকায় ওই বিক্ষোভ মিছিল শেষে মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব অহিদ মোল্লা'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সারাদেশে প্রশাসনের উদাসিনতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সর্বদা সজাগ আছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক এস এম ইমরান হাসান, মাজারুল হক মাছুম পাঠান, মামুন সরকার, মো. আল-আমিন, মইনুদ্দিন খান মনি, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক মো. ফারুক হোসেন ভূঁইয়া, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নাসির উদ্দিন, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. মনির হোসেন, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. শরীফ মোল্লা, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ শিপন তালুকদার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক এরশাদুল হক, মো. উজ্জ্বল রানা, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফারুক খান, সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC