ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবিরতির ছদ্মাবরণে গড়ে ওঠা হোটেল কেন্দ্রিক মাদক কারবারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের চলমান অভিযান জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে এসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল ইউনুস আলী এবং সোহানুর রহমান এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে মহন সিএনজি পাম্পের পেছনে ফখরুদ্দিন হোটেলের পাশে মুক্তিযোদ্ধা মার্কেটের একটি সিঁড়ির ঘর থেকে মাদক সেবনের সময় দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দুর রাজ্জাক (৫৫), পেশায় পিকআপ হেলপার, এবং মোহাম্মদ বাবুল (৪৫), একজন মোটর শ্রমিক। তাদের কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সম্প্রতি ৭১ টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনে মহাসড়কের হোটেলগুলোর আড়ালে মাদক ব্যবসা চালানোর চিত্র প্রকাশিত হলে, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের নির্দেশনায় এ অভিযান শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন হোটেলে মালবাহী ট্রাকচালকরা যাত্রাবিরতির সুযোগে ভাত খাওয়ার পাশাপাশি মাদক সেবন করে, যা তাদের গাড়ি চালানোর সময় মারাত্মক ঝুঁকি তৈরি করে। মূলত এসব চালকদের লক্ষ্য করেই হোটেলগুলোর পাশে গড়ে উঠেছে মাদক বিক্রির গোপন কেন্দ্র।
দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC