ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্দিক মুন্না সভাপতি এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার আনসারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেবুয়ারি) ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে শান্ত মিয়াজী, সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হক মেহেদী,অর্থ সম্পাদক পদে উসামা এবং দপ্তর সম্পাদক পদে ফোরকান উদ্দীন দায়িত্ব পালন করবেন।
সভাপতি সিদ্দিক মুন্না বলেন, "কলেজে জেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে ছাত্রকল্যাণ পরিষদ গঠিত হয়েছে। জেলা ছাত্রকল্যাণ পরিষদের সকল প্রতিবন্ধকতাগুলো শনাক্ত করে সংগঠনকে আরও গতিশীল করাই আমার লক্ষ্য। ফেনীকে আমি মনে প্রাণে ধারণ করি। ফেনীর ছাত্রদের জন্য কাজ করতে পারা আমার জন্য আনন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য কাজ করে যাওয়ার। সবাইকে সাথে নিয়ে সেগুলো বাস্তববায়ন করবো ইনশাআল্লাহ। সবার আন্তরিক সহযোগিতা করছি। "
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC