ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে। ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন রাজশাহীর এসপি আনিসুজ্জামান। আর কুমিল্লার দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খান।
গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত এসপি মনিরুজ্জামানকে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি সংখ্যাতিরিক্ত এসপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC