
আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে রাজধানীতে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ শুরু হবে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলার আয়োজন করছে দেশের শীর্ষ পর্যটন বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভূটানসহ ১২ দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টরা অংশ নিচ্ছেন। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রেস মিটে টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান এই তথ্য জানান। টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মোঃ তাসলিম আমিন শোভন জানান, এবারের মেলা আগের বছরের তুলনায় আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
মেলায় ৪টি হলে ২০টি পেভিলিয়নসহ ২২০টি স্টল থাকবে। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এবং হসপিটালিটি প্রদর্শক হিসেবে অংশ নিচ্ছেন।
সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার এবং কান্ট্রি প্রেজেন্টেশন। এছাড়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
র্যাফেল ড্র পুরস্কারের অংশগ্রহণের জন্য দর্শনার্থীদের বিটিটিএফ অ্যাপ ব্যবহার করে মেলায় প্রবেশ করতে হবে। মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা, তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি থাকবে। এছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমে কাশব্যাক অফারও থাকবে।
টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান বলেন, “বিটিটিএফ দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই মেলার মূল উদ্দেশ্য। আমরা আশা করছি, এবারের মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশী পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।”
সংবাদ সম্মেলনে বিমান বিটিটিএফ ২০২৫ এর গোল্ড পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, হসপিটালিটি পার্টনার রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিদ হামিদ এবং পেমেন্ট পার্টনার বিকাশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া টোয়াবের অন্যান্য কর্মকর্তারা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।








