মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৯

প্রতীকি ছবি/সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন। চলতি বছরে মোট ১ হাজার ৪২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন। চলতি বছরে এ যাবত ১ হাজার ৩২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনে দুইজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।