ডেঙ্গু জ্বরে কাবু হচ্ছেন অনেকই। তার সাথে তারকারাও ভুগছে । কিছুদিন আগেই ডেঙ্গু আক্রান্ত হন চিত্রনায়িকা শাহনূর। বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
এ অভিনেতা বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন।তারপরে ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তাই শুটিং বন্ধ করে বিশ্রামে থাকতে হচ্ছে এই অভিনেতা।
নিলয় বলেন, ‘খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।’
তিনি আরো বলেন, জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লেটলেট কমতে শুরু করেছে। ডাক্তার বলল, আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC