
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও চারজনের (৪) মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড সংখ্যক ১১৪৩ জন ডেঙ্গু রোগী।
রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন (২) বরিশাল বিভাগের। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং রাজশাহী বিভাগ থেকে একজন (১) করে ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর চিত্র:
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বিভাগ অনুযায়ী নতুন ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ: ঢাকা বিভাগে: ২৮২ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি): ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি): ১৫৪ জন, বরিশাল বিভাগে: ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে: ১২১ জন, খুলনা বিভাগে: ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে: ৫৬ জন, রাজশাহী বিভাগে: ৫৬ জন, রংপুর বিভাগে: ৫০ জন ও সিলেট বিভাগে: ৮ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে সারাদেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুজনিত কারণে মোট ২৬৩ জনের (২৬৩) মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC