বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ডেঙ্গুতে সারাদেশে নতুন রোগী ৮৩৪ জন

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Dengue1
ডেঙ্গুতে সারাদেশে নতুন রোগী ৮৩৪ জন/ছবি: এআই/রাইজিং কুমিল্লা

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আবারও মৃত্যুহীন একটি দিন পার হলো। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত (একদিনের হিসাবে) ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আর কারও মৃত্যু হয়নি। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৪ জন নতুন রোগী।

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বিভাগ/সিটি কর্পোরেশনভিত্তিক হিসাবটি নিচে তুলে ধরা হলো:

বিভাগ/সিটি কর্পোরেশননতুন ভর্তি রোগী (২৪ ঘণ্টায়)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন২০৩ জন
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে)২২৯ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৬০ জন
বরিশাল বিভাগ১৬৭ জন
চট্টগ্রাম বিভাগ১০৩ জন
ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে)৭২ জন
মোট৮৩৪ জন

এদিকে, গত একদিনে সারা দেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৮৫ জন।

চলতি বছর (জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৭ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩০৭ জনের।

আরও পড়ুন