গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৭ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ২০২ জনে পৌঁছেছে।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। বরিশালে ভর্তি হয়েছেন ৫৬ জন এবং চট্টগ্রামে ৫৭ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাসওয়ারী ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন এবং এপ্রিলে ৭০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর মে মাসে এই সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জনে দাঁড়ায়।
মাসের হিসেবে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন। চলতি আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত ৭ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৩১ জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC