মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

ডেঙ্গুতে একদিনে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১ জন

Rising Cumilla - Infected with dengue
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২০৯ জন ভর্তি আছেন।

নতুন আক্রান্তদের বিভাগভিত্তিক চিত্র:

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন:

গত ২৪ ঘণ্টায় ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩ হাজার ২৯৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মাসের ডেঙ্গু পরিস্থিতি:

চলতি মে মাসের ২০ দিনে ডেঙ্গুতে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। এর আগে, সোমবার (১৯ মে) ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও আক্রান্ত হয়েছিলেন ৮৪ জন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত:

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৭৫ জন।

তবে, এই বছরের (২০২৫ সাল) শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৭ জন।

আরও পড়ুন