কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জির প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’ আজও মুক্তির মুখ দেখেনি। তবে এর মধ্যেই আরেকটি সিনেমায় অভিনয় করবেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিকের 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমায় অংশ নিতে আজ ঢাকায় এসেছেন তিনি।
জানা গেছে, সিনেমাটিতে অভিনেত্রী কৌশানী মুখার্জির বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান।
পরিচালক সূত্রে জানা গেছে আজ থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার অভিনেত্রী ছিলেন মাহিয়া মাহি। গত বছর শুরু হয়েছিল সিনেমার শুটিং।
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার চুক্তিবদ্ধ হওয়ার পর ৯ অক্টোবর শুটিংও শুরু করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু এক দিনের শুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ায় এই অভিনেত্রী।
এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছিলেন মাহি। কিন্তু এক দিন শুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং। এরপরই মাহির পরিবর্তে সিনেমায় কৌশানীকে যুক্ত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC