সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডাবের পানি কেন খাবেন?

Why drink canned water?
ডাবের পানি কেন খাবেন?। ছবি: সংগৃহীত

ডাবের পানি অত্যন্ত উপকারী কৃত্রিমতাহীন ও পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন একটি প্রাকৃতিক পানীয়। প্রচুর মিনারেল থাকায় এই পানি পান করলে মুহূর্তেই চাঙ্গা হয় শরীর। এর রয়েছে অনেক পুষ্টি ও স্বাস্থ্য উপকারতা

১) কিডনির সুরক্ষায়:

ডাবের পানি কিডনি থেকে এই স্ফটিকজাতীয় পদার্থ মূত্রত্যাগের মাধ্যমে দেহের বাইরে বের করে দিতে যথেষ্ট কার্যকর ভুমিকা রাখে।

২) ত্বক সুন্দর রাখতে:

ডাবের পানি ত্বকের জন্যও খুবই উপকারী । একটি ডাবের প্রায় ৯৪ শতাংশই পানি থাকে। ত্বকের সৌন্দর্য রক্ষা সহ পুরো দেহের শিরা-উপশিরায় সঠিকভাবে রক্ত চলাচল করতে এই পানি সাহায্য করে।

৩) হজম শক্তি বৃদ্ধি ও বদহজম দূর:

হজম সমস্যা সমাধানে ডাবের পানি কাজ করে।ডাবের পানি পান করলে হজম শক্তি বৃদ্ধিসহ বদহজম দূর হয় । ডাবের পানি গ্যাসট্রিক , আলসার , কোলাইটিস , ডিসেন্ট্রি এবং পাইলসের সমস্যা দূরীকরণেও সাহায্য করে।

৪) রক্তচাপ নিয়ন্ত্রণে:

ডাবের পানির প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফলে হৃদঝুঁকি কমে যায়।তার সাথে কার্ডিওভাসকুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে।

৫) হাড় ও পেশীর গঠনে:

হাড় ও পেশীর সুরক্ষায় ডাবের পানির কোনো বিকল্প নেই।ডাবের পানি ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধিসহ অন্যান্য কাজে সহায়তা করে এবং পেশী গঠন ও সচল রাখে।