কুমিল্লা থেকে অপহৃত যুবক সজিব হোসেনের মরদেহ ৬ দিন পর বুধবার (৬ আগস্ট) বিকেলে উদ্ধার করা হয়েছে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে। পুলিশ ধারণা করছে, মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
নিহত সজিব বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট তিনি কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে এসেছিলেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার প্রথমে খোঁজাখুঁজি করে, পরে কোনো উপায় না দেখে কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর সজিবের বাবার কাছে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে, যেখানে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার মুক্তিপণ দিতে রাজি হয়নি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকায় একটি অজ্ঞাত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে মরদেহটি নিখোঁজ সজিবের। এই সূত্র ধরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC