গত ঈদে ইত্যাদির বিশেষ পর্বে নতুন গায়িকা হিসেবে অভিষেক হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 'রঙে রঙে রঙিন হবো' শিরোনামের এই গানটি মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে।
দেখা গেছে, গানটি ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকার পাশাপাশি বৈশ্বিক ট্রেন্ডিং তালিকাতেও জায়গা করে নিয়েছে। বাংলাদেশের কনটেন্টের ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা।
'রঙে রঙে রঙিন হবো' গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ১৬ এপ্রিল ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটি।
এদিকে মুক্তির মাত্র দু'সপ্তাহের মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে ৮৮ লাখ। রোজার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হওয়া গানগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ভিউ অর্জন করেছে।
শুধু ভিউর দিক দিয়েই নয়, শ্রোতা-দর্শকের আলোচনায়ও এগিয়ে রয়েছে গানটি।
ফারিণ বলেন, তার গাওয়া গানটি ইউটিউবের গ্লোবাল মিউজিক ভিডিও ক্যাটাগরিতে ট্রেন্ডিংয়ের ৮১ নম্বরে অবস্থান করছে।
তিনি বলেন, "বৈশ্বিকভাবে ৮১ নম্বর ট্রেন্ডিংয়ে আছে, এটা বাংলাদেশি গানের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তাছাড়া দেশের ট্রেন্ডিংয়েও শীর্ষে রয়েছে। ধন্যবাদ সবাইকে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC