রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব নিয়া যা বললেন লিটন দাস

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -Litton Das
টেস্ট অধিনায়কত্বের প্রস্তাবনিয়া যা বললেন লিটন দাস/ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য লিটন দাস। গত জুনে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পর থেকেই পরবর্তী টাইগার টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে ক্রিকেটমহলে জল্পনাকল্পনা চলছে। এই দৌড়ে প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছেন লিটন দাস। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার এবার জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রস্তাব এলে টেস্টের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বিসিবি হয়তো ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখতে পারে। তবে সেই আলোচনা ছাপিয়ে নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে লিটনের এগিয়ে থাকার খবরই জোরালো।

রোববার (২৬ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে লিটন দাসকে টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিসিবি থেকে প্রস্তাব পেলে টেস্ট ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে তিনি রাজি কিনা, এমন প্রশ্নের জবাবে লিটন তাঁর ইতিবাচক অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।”

এদিকে, বর্তমানে লিটনের মূল মনোযোগ টি-টোয়েন্টি ফরম্যাটে। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোতে খেলোয়াড়দের চ্যালেঞ্জ নেওয়ার উপর জোর দিচ্ছেন লিটন।

লিটন বলেন, “আমি চাই খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখোমুখি হোক। বোলাররা চাপের মধ্যে বল করুক। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের অনেক সাহায্য করবে।”

অন্যদিকে, বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় এখন প্রায় নিয়মিত দৃশ্য। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে নানা আলোচনা চললেও, বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন লিটন দাস।

ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে লিটন বলেন, “কোনো কোনো সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে টপ অর্ডার গ্যাপ হচ্ছে কি না। আবার অনেক সময় দেখবেন যে মিডল অর্ডার খারাপ করতেছে, তখন মনে হবে গ্যাপ হচ্ছে কি না। সেখানে দেখবেন লো অর্ডার ভালো খেলতেছে, একটা-দুইটা সিরিজ এমন হবেই।”

আরও পড়ুন