
রাইজিং কুমিল্লা ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চিঠিতে আরও বলা হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিষয়ে সংস্থাটির হাতে আর কোনো বিকল্প ছিল না। ফলে এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছে আইসিসি।
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে ফিরে আসতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর পরদিন বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকবে এবং ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তারা ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।
এদিকে, ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রিকবাজ। তবে ওয়েবসাইটটি জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে যোগাযোগ হয়েছে, যা পুরো প্রক্রিয়াটির আনুষ্ঠানিকতার ইঙ্গিত দেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC