ছোট ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম টিকটক প্রথমবারের মতো বাংলাদেশে কনটেন্ট তৈরিতে বর্ষসেরাদের সম্মাননা দিয়েছে। আর এতে বাজিমাত করেছেন দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দম্পতি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় “ইয়ার অন টিকটক-২০২৩” অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
“ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩” পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ।
এছাড়া, স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন, ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে “স্টাইল হাট”। ফুড ক্রিয়েশনে “ফুডখোর”, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য “আমার বাংলাদেশ” শ্রেণিতে “দ্য মাহিম মেইকস”, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে “রবিন রাফান” পুরস্কার পেয়েছেন।
বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে “লাইফ ইজ মেও” এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।
ভোটের মাধ্যমে বছরের সেরা ভিডিও নির্মাতাদের বাছাই করা হয়েছে বলে টিকটকের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC