জানুয়ারি ১, ২০২৫

বুধবার ১ জানুয়ারি, ২০২৫

টিআইবির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী

Rising Cumilla - Transparency International Bangladesh (TIB)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ফাইল ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ চৌধুরী

রোববার (২৯ ডিসেম্বর) এত সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন  বিদায়ী চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হলেন।

এ ছাড়া টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন দুজন সদস্য যুক্ত হয়েছেন। তাঁরা হলেন সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক আইনজীবী মনজুর হাসান এবং নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও সুশাসন বিশেষজ্ঞ তাহেরা ইয়াসমিন।

এতে বলা হয়, মনসুর আহমেদ চৌধুরী ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। তিনি ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’রও উদ্যোক্তা। মানবাধিকার বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তাসহ তাদের জীবনমানের সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধীবিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য আইনজীবী মনজুর হাসান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। টিআইবির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন ছাড়াও তিনি ব্র্যাকের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বোর্ডের আরেক নতুন সদস্য তাহেরা ইয়াসমিন অক্সফাম, কেয়ার এবং জিআইজেডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জিআইজেডের রুল অব লর অপারেশন পরিচালক এবং অ্যাকসেস টু জাস্টিস ফর উইম্যান প্রোগ্রামের জ্যেষ্ঠ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে আরও বলা হয়, টিআইবির অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমেদ। অডিট কমিটির অপর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল (ডিফেন্স ফাইন্যান্স) মোতাহার হোসেইন।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এই বোর্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম।

বোর্ডের অন্য সদস্যরা হলেন শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ফখরুল আলম, আইনজীবী সুস্মিতা চাকমা, সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন, মানবাধিকার ও সমাজকর্মী বনশ্রী পাল এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী পরিচালক ফারুক আহমেদ।