ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবার পাড়ি জমাবেন টালিগঞ্জে। দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবকশি’ নামের সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমায় তার বিপরীতে থাকবেন অভিনেতা সোহম চক্রবর্তী।
থ্রিলার ঘরানার এই সিনেমায় পরীমনির চরিত্রের নাম লাবণ্য। রহস্যময় এই চরিত্রে অভিনয়ের জন্য আগামী সপ্তাহে কলকাতায় যাবেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসেও অংশ নেবেন পরী। এ ছাড়া সেখানকার একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নেবেন তিনি।
টালিউড সিনেমায় অভিনয় প্রসঙ্গে পরীমনি বলেন, “কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে সেটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম— কলকাতায় আমি কাজ করতে চাই। এর পর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। আমার কাছে মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।”
উল্লেখ্য, টালিগঞ্জের একক সিনেমায় পরীকে দেখা না গেলেও ২০১৬ সালে যৌথ প্রযোজনার ‘রক্ত’ নামের সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় তার বিপরীতে ছিলেন রোশান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC