টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন! দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালে গ্র্যান্ড আয়োজনে তাদের বিয়ে হবে বলে জানা গেছে
চলতি বছরের নভেম্বর মাসে বিয়ের বিষয়ে কিছু একটা সুখবর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বনি। তিনি বলেন, এখনই বিয়ে হচ্ছে না, তবে মনে মনে বিয়ের পরিকল্পনা চলছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে অভিনেতা বনি বলেন, "২০২৫ সালের আগে কোনোভাবেই বিয়ে নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে। মেহেদি-গানের আয়োজন, সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চাই।"
বনি ও কৌশানী ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে প্রথমবার একসাথে অভিনয় করেন। এই ছবি দিয়েই তাদের জনপ্রিয়তা শুরু হয়। এরপর তারা 'তোমাকে চাই', 'তুমি আসবে বলে', 'অন্তর্জাল' সহ আরও বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC