
অবশেষে শুরু হলো প্রতীক্ষিত ঈদ-উল-ফিতরের ছুটি। আজ শুক্রবার (২৮ মার্চ) থেকে টানা ৯ দিনের সরকারি ছুটিতে মেতে উঠেছে দেশবাসী। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। তাই অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (৩১ মার্চ) বা মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবারই প্রথম ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার শবে কদরের ছুটি এবং এরপর শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর ৩ এপ্রিল অফিস খোলা থাকলেও ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
এই দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকেই আজ শুক্রবার ভোর থেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এতে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে এবং বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, যাত্রীরা গরম ও ভিড় উপেক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের কাছে যাচ্ছেন। তারা জানান, বাড়তি ভাড়া নেওয়ারও তেমন অভিযোগ নেই।
কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ট্রেনের সূচি ঠিক থাকায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন।