
টেলিভিশন তৈরিতে ধারাবাহিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার জিতেছে স্যামসাং টিভি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গালা ইভেন্টে শনিবার এই সম্মাননা প্রদান করা হয়।
অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল নকশার সমন্বয়ে স্যামসাং টিভি বাংলাদেশের গ্রাহকদের কাছে শীর্ষ পছন্দ হিসেবে অবস্থান করছে।
বিশ্ববাজারেও ব্র্যান্ডটি টানা ১৯ বছর ধরে শীর্ষে রয়েছে। এই জনপ্রিয়তা ও সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের সেরা টিভি ব্র্যান্ডের স্বীকৃতি পেল স্যামসাং।
দুর্দান্ত ইমেজ, উজ্জ্বল ডিসপ্লে এবং সিনেমা-গ্রেড নিখুঁত রঙের জন্য বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি।
ব্র্যান্ডটির নতুন ভিশন এআই প্রযুক্তি স্মার্ট টিভির অভিজ্ঞতায় নিয়ে এসেছে নতুন মাত্রা। সিনেমা, খেলাধুলা বা গেমিং—সব কনটেন্ট আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করছে স্যামসাং টিভি।
শুরু থেকেই গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বব্যাপী একাধিক পুরস্কার জিতেছে স্যামসাং।
২০২৩ সালে প্রথমবার সুপারব্র্যান্ডস থেকে সেরা টিভি ব্র্যান্ডের স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। এবারের টানা দ্বিতীয়বারের অর্জন স্যামসাংয়ের সাফল্যের পালকে নতুন মাত্রা যোগ করল।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “টানা দুইবার সুপারব্র্যান্ডসের সেরা টিভি ব্র্যান্ডের স্বীকৃতি আমাদের জন্য বিশেষ গর্বের। এই অর্জন বাজারে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ক্রেতা ও সরবরাহকারীদের আস্থাকে আরও মজবুত করবে। আমরা এই সাফল্যকে মূল্যায়ন করে শীর্ষ অবস্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”