টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। আগের দিন যার দাম ছিল এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস এই নতুন দাম নির্ধারণ করেছে বলে জানা গেছে। নতুন দাম আজ বিকাল ৩টা ৫০ মিনিট থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা এবং ২৪ এপ্রিল ২০৯৯ টাকা কমিয়েছিল বাজুস। অর্থাৎ, টানা তিন দিনে ভরিতে সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৮৬৮ টাকা।
উল্লেখ্য, গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। এরপর ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর পর ২১ এপ্রিল আবার ৬৩০ টাকা বাড়ানো হয়েছিল।
আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। আগের দিন যার দাম ছিল এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC