সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে অগ্নিকাণ্ডে লেগে রাহাবার নামের পর্যটকবাহী একটি নৌকার ৮০ শতাংশ মতো পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ট্যাকেরঘাটের এ দুর্ঘটনা ঘটে।
এসময় নৌকায় ৭ থেকে ৮ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে হাউস বোট থেকে নেমে পড়েন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাউজবোটে থাকা একটি মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির প্রায় ৮০ ভাগ অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, হাউজবোটটিতে তখন ১২ জন পর্যটক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলাদ্রী লেকের পাড় থেকে একটু দূরে হাউজবোটটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ছুটে যান। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো বোটটি প্রায় ছারখার হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC