বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে ‘বাধ্য করার’ প্রতিবাদে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানান,  গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি জানান।

এসময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’-এ স্লোগান দেন।

আরও পড়ুন