
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য হোসেন মিয়া দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিওতে এ ঘোষণা দিলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, হাতে দুধের কলসি নিয়ে হোসেন মিয়া বারবার দুধ ঢালছেন এবং বলছেন, “জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। আর কোনোদিন রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে। কিন্তু দলের নেতা-কর্মীদের আচরণ, স্বার্থের রাজনীতি আর অবমূল্যায়ন আমাকে ভেঙে দিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “টাকা-পয়সা না থাকলে, মামু-খালুর আশ্রয় না থাকলে কিংবা ক্ষমতাসীন কারও শ্বশুরবাড়ির ক্ষমতা না থাকলে রাজনীতি করা কষ্টকর। করলে আমার মতো অবস্থা হবে। তাই সব কিছু ধুয়ে-ফেলে নতুনভাবে শুরু করতেই দুধ দিয়ে গোসল করলাম।”
দলীয় সূত্র জানায়, হোসেন মিয়া বহুদিন ধরে এলাকায় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল, স্বার্থের দ্বন্দ্ব এবং কিছু নেতার আচরণে তিনি গভীরভাবে হতাশ হয়ে পড়েন। তাঁর ফেসবুকে দেওয়া ভিডিওটি দেখার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, “ভিডিওটি দেখেছি। তাঁর সিদ্ধান্তের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। পরে কথা বলে বিস্তারিত জানব। তবে দলীয়ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।”
এদিকে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, এমন অস্বাভাবিক উপায়ে রাজনীতি ছাড়ার ঘটনা এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। অনেকের মতে, হোসেন মিয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত ক্ষোভ, মানসিক চাপ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সঞ্চিত হতাশার বহিঃপ্রকাশ। একই সঙ্গে তারা মনে করছেন, বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে পর্যালোচনা করা প্রয়োজন।








