কুমিল্লা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে আজ সোমবার (২৭ ডিসেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে “তথ্য মেলা-২০২৫” আয়োজন করা হয়।
উক্ত মেলায় বিএসটিআই এর জন্য বরাদ্দকৃত স্টলে বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক একটি ভ্রাম্যমান ল্যাবরেটরি স্থাপন করা হয়।
উক্ত ল্যাবরেটরিতে বিভিন্ন দেশি-বিদেশি ও মৌসুমী ফলমূলে ফরমালিনের উপস্থিতি আছে কিনা তা তৎক্ষণাৎ পরীক্ষা করে দেখানোর ব্যবস্থা করা হয়।
উল্লিখিত পরীক্ষণ কার্যক্রম দেখতে স্কুল-কলেজগামী কমলমতি শিক্ষার্থীরা সহ নানা বয়সের উৎসুক দর্শনার্থীরা বিএসটিআই এর স্টলে ভিড় জমান এবং ফরমালিনের উপস্থিতি পরীক্ষনের জন্য বাজার থেকে নানা ধরনের ফলমূল কিনে বিএসটিআই এর স্টলে নিয়ে আসেন।
বিএসটিআই কুমিল্লা অফিসের রসায়ন ল্যাবরেটরীতে কর্মরত কর্মকর্তাবৃন্দ এসব নমুনা তৎক্ষণাৎ পরীক্ষা করেন পরীক্ষার ফলাফল দর্শনার্থীদের প্রদর্শন করেন।
জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার, কুমিল্লা, সিভিল সার্জন, কুমিল্লা ও টিআইবি এর প্রতিনিধিবৃন্দ বিএসটিআই এর স্টল পরিদর্শন করেন এবং ভ্রাম্যমান ল্যাবরেটরি কর্তৃক এ ধরনের তাৎক্ষণিক পরীক্ষনের ব্যবস্থার প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC