ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

টাইমড আউট ইস্যুতে সাকিবের পাশে দাঁড়াল গল টাইটান্স

Shakib Al Hasan
সাকিব আল হাসান।—ফাইল চিত্র।

বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে টাইমড আউটে আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউসের সাকিব আল হাসানকে পাথর মারার হুমকির প্রতিক্রিয়ায় সাকিবের পাশে দাঁড়াল লঙ্কা প্রিমিয়ারের দল গল টাইটান্স।

বুধবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবকে এক প্রকার সতর্কবার্তা দিয়েছিলেন ট্রেভিন ম্যাথিউস। তিনি বলেছিলেন, ‘সাকিব যা করেছে, তাতে আমরা খুবই হতাশ। এরপর আর তাকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। সে লঙ্কা প্রিমিয়ার লিগ অথবা আন্তর্জাতিক ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় এলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে। লঙ্কান ক্রিকেটের ভক্তদের কাছ থেকে অনাকাঙ্খিত ঘটনারও শিকার হতে পারে।’

এই মন্তব্যের পর যখন মনে হচ্ছে গোটা শ্রীলঙ্কা সাকিবের বিপক্ষে, তখন তার পাশে দাঁড়াল গল টাইটান্স। এই ক্লাবটির হয়ে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাকিব। নিজেদের অন্যতম সেরা এই তারকার পক্ষে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে গল টাইটান্স।

বিবৃতিতে তারা লেখেন, ‘মনে রাখবেন একজন মানুষের মতামত কখনোই গোটা দেশের প্রতিচ্ছবি হতে পারে না। তা ছাড়া, শ্রীলঙ্কার মানুষ কখনো এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা যে কোনো দেশের ক্রিকেটারদেরই সবসময় ভালোভাবে গ্রহণ করে।’