ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমটিতে জয়ের পর সবশেষ তিনটিতেই হেরেছে টাইগাররা, সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ দলের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য গেছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
শক্তিতে এগিয়ে থাকলেও বাংলাদেশকে গুরুত্ব কম দিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পয়েন্ট টেবিলকে গুরুত্ব দিয়ে এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন তাওহীদ হৃদয়। মূলত অফফর্মের কারণেই একাদশ থেকে ছিটকে গেলেন এই ব্যাটার। এর আগে টানা ৪ ম্যাচ খেলেও সুবিধা করতে পারেননি তিনি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC