
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান জোড় ইজতেমায় অংশ নিতে এসে এক মুসল্লির ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে ইজতেমা ময়দানে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আয়োজন করা হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের উদ্যোগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ জোড় ইজতেমা শুরু হয়। ইজতেমা শুরুর আগেই রাতে ময়দানে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত মুসল্লির নাম মো. নুর আলম (৮০)। তিনি নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
ঘটনাটি নজরে আসার পর উপস্থিত সাথীরা তাকে দ্রুত ইজতেমা মাঠের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার জুমার নামাজের পর তার জানাজার নামাজ আদায় করা হয়।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদ তীরবর্তী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের আগেই এই জোড় ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC