সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

‘ঝুঁকিপূর্ণ গণতন্ত্র’ রক্ষায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন

Biden will compete in the election to protect 'risky democracy'
‘ঝুঁকিপূর্ণ গণতন্ত্র’ রক্ষায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন। ছবি: সংগৃহীত

‘গণতন্ত্র রক্ষার তাগিদেই’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ কথা জানান ৮০ বছর বয়সী জো বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কারণ-গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’

বাইডেন আরও বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না। ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে বলে মনে করেন বাইডেন।

সূত্র : রয়টার্স