ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া শাপলা চত্ত্বরে একটি পশুপাখির দোকানে আগুন লেগে প্রায় শতাধিক বিদেশী জাতের পাখির নির্মম মৃত্যু হয়েছে।
বুধবার মধ্যরাতে দশটার দিকে ব্যাপারীপাড়াস্থ শাপলাচত্ত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে আগুন লাগে।
প্রতিবেশি মিনু খাতুন, মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে আগুন আর কালো ধোঁয়ায় দোকানের ভিতরে থাকা প্রায় শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিকা ও ডায়মন্ড ডাভ জাতের বিদেশী পাখির করুন মৃত্যু হয়।
আগুনে এই বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনায় এলাকায় একরকম শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভিন হাসান জানান, আগুনে কাজী ইবলুর নামে এক পাখি ব্যবসায়ীর প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC