ঝালকাঠির ছোট্টকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল যাত্রীবাহী বাস বাশার-স্মৃতি। বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক। এতে, পুকুরে পড়ে যায় বাসটি। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আহত এক যাত্রী জানান, বাসটি চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। বাসে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC