এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

জোটের শরিক দলগুলোকে সংগঠিত ও জনপ্রিয় করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা

জোটের শরিক দলগুলোকে সংগঠিত ও জনপ্রিয় করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা
জোটের শরিক দলগুলোকে সংগঠিত ও জনপ্রিয় করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জোটের শরিক দলগুলোকে আরো সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে গণভবনে সামনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো জানান, বৈঠকে সাময়িক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়া, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনা ১৪ দলকে আরও সংগঠিত করার নির্দেশ দিয়েছেন ।

১৪ দলের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এ বৈঠকের পর সেটা থাকবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।