মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো- চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ

ওসমান গনি, চান্দিনা, প্রতিনিধি

Rising Cumilla - I will contest the election as a candidate of the alliance - Dr. Redwan Ahmed in Chandina
জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো- চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ / ছবি: প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে বিএনপি’র সাথে এলডিপি যুগপৎ আন্দোলনে অংশ গ্রহণ করেছে। আমরা এখনো বিএনপি’র সাথেই কাজ করে যাচ্ছি। সেই সুবাদে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জোটের প্রার্থী হয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনার বাড়েরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে দলীয় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- আমরা যুগপৎ আন্দোলনে বিএনপি’র সাথী হিসেবে বিএনপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমি এই আসনের প্রার্থী। এই আসনে ধানের শীষের প্রতীক থাকবে না। সুতরাং বিএনপি’র নেতা-কর্মীদের বলবো, আপনারা সকল ভেদাভেদ ভুলে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আনতে এক হয়ে কাজ করবেন।

সভায় বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন এলডিপি সিনিয়র সহ-সভাপতি আলী মেম্বার, সহ-সভাপতি হাজী সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির মেম্বার, পৌর গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি আবুল হাসেম, বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নসু মিয়া, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা অরুন সরকার বকুল প্রমুখ।

 

আরও পড়ুন