বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন রূপে ফিরতে যাচ্ছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদের জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি বলা হয়। এবার জেন জিদের নিয়ে ভাবছে মেটা। বিশেষ করে তরুণ এই প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় করতে নানা পরিবর্তন আনা হচ্ছে।
মেটা, ফেসবুকের মূল কোম্পানি, জানিয়েছে, তারা জেন জি প্রজন্মকে লক্ষ্য করে এই পরিবর্তনগুলো আনছে। টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
এ উদ্যোগের আওতায় জেন-জি ব্যবহারকারীদের জন্য ফেসবুকের ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে।
কী কী পরিবর্তন আসছে?
কেন এই পরিবর্তন?
টেক ক্রাঞ্চের প্রতিবেদন বলা হয়, তরুণ প্রজন্মের বেশিরভাগই ফেসবুক গ্রুপ এবং মার্কেটপ্লেস ব্যবহার করে। তাই তাদের চাহিদা অনুযায়ী এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। নতুন নকশা এবং ফিচারগুলো ফেসবুককে আরো আধুনিক এবং ব্যবহারকারীবান্ধব করে তুলবে বলে মনে করছে মেটা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC