আধুনিক জীবনে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রয়োজনীয় গ্যাজেটটি হারিয়ে গেলে বা চুরি হলে আমরা অসহায় বোধ করি। বিশেষ করে যখন মনে হয় আমাদের ব্যক্তিগত তথ্যও অন্যের হাতে চলে যেতে পারে।
তবে চিন্তা নেই! গুগল আপনার এই সমস্যার সমাধানে নিয়ে এসেছে অসাধারণ এক ফিচার - ফাইন্ড মাই ডিভাইস (Find My Device)।
এই ফিচারের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের অবস্থান জানতে পারবেন। শুধু তাই নয়, এর সাহায্যে আপনি আপনার ফোন লক করতে পারবেন এবং এমনকি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সমস্ত ডেটা, ছবি এবং ভিডিও মুছে ফেলতে পারবেন।
তবে এই সুবিধা পেতে হলে, ফোন হারানোর আগেই আপনাকে আপনার সব ডিভাইসে ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি সেট আপ করতে হবে। যাতে ফোন হারালে তা খুঁজে পাওয়া যায়।
ফাইন্ড মাই ডিভাইস সেট আপ করার নিয়ম:
১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড ৪.১ বা তার নতুন ভার্সন থাকতে হবে।
২. ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করার জন্য আপনার ডিভাইসের লোকেশন সার্ভিসেস অন করতে হবে। এর জন্য Settings > Location-এ গিয়ে লোকেশন সার্ভিসেস অন করুন।
৩. আপনার ডিভাইসটি আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
৪. এবার ফাইন্ড মাই ডিভাইস এনেবল করতে হবে: এর জন্য Settings > Google > Find My Device-এ যান।
৫. ফাইন্ড মাই ডিভাইস অন আছে কিনা দেখে নিন।
৬. প্রয়োজনীয় অনুমতি দিন।
৭. সঠিক লোকেশন ডেটার জন্য ব্যাকগ্রাউন্ডে Find My Device চলতে দিন। এর জন্য অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন, ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটা অন থাকতে হবে।
ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করার নিয়ম:
১. ফোন হারিয়ে গেলে অন্য ডিভাইস থেকে Find My Device ওয়েবসাইট ওপেন করুন। অথবা অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে Find My Device অ্যাপ ডাউনলোড করতে পারেন।
২. এরপর নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। হারিয়ে যাওয়া ডিভাইসের সঙ্গে লিংক করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করুন।
৩. সাইন-ইন করার পর ফাইন্ড মাই ডিভাইস একটি ম্যাপের মধ্যে আপনার হারানো ডিভাইস খোঁজার চেষ্টা করবে। ডিভাইসের কানেক্টিভিটি এবং লোকেশন সেটিংসের উপর নির্ভর করে লোকেশনের নির্ভুলতা।
যে অপশনগুলো পাবেন:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC