
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল চারটায় শুরুর কথা থাকলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হয়েছে।
বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে এসেছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকেও মঞ্চে দেখা গেছে।
তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির 'সনদের আইনি ভিত্তি না থাকা'র কথা উল্লেখ করে সনদ সাক্ষর করবে না বলে জানিয়েছে।
এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া 'জুলাই যোদ্ধা' ব্যানারে কয়েকশো বিক্ষোভকারীকে ধাওয়া ও তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC