
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জুলাই সনদ বা জুলাই ঘোষণা নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।
আজ মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো মানুষের সামনে তুলে ধরা। তিনি জানান, এই পদযাত্রার মাধ্যমে তারা জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং শহীদ আবু সাঈদ ও জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দেবেন। নাহিদ ইসলাম আবু সাঈদকে ‘লড়াইয়ের অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, “আমরা জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতিটি প্রান্তে যাবো এবং সকল মানুষকে নতুন করে মাথা তুলে দাঁড়াতে উৎসাহিত করব।