
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়েই একটি নতুন দেশের স্বপ্ন গড়ে উঠেছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই আজ ঐক্যবদ্ধ।
আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই প্রশিক্ষণ কার্যক্রম দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে পাঁচটি বিষয়ে কোর্স চালু করা হয়েছে। সেগুলো হলো— বেসিক ফিল্ম, চিত্রনাট্য লেখা, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ।
অনুষ্ঠানে মাহবুবা ফারজানা বলেন, যাঁরা অঙ্গহানি বা দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা এখনও হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন, তাঁদের জন্য আমাদের গভীর সমবেদনা। আজ যে জুলাই যোদ্ধারা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, তাঁদের পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও নান্দনিক দিকগুলো আত্মস্থ করে ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কোর্স শুরু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। কোর্স পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক জটিলতা দূর করে কোর্স আয়োজনের জন্য বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে জুলাই ফাউন্ডেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল এবং লাবিব নাজমুছ ছাকিব।
অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মো. মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বল্পমেয়াদি এই প্রশিক্ষণ কোর্স দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে মোট ৮০ জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC