চলতি জুলাই মাসজুড়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদের মধ্যে একটি লঘুচাপ মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস (জুলাই ২০২৫) মেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি, ৫ থেকে ৬ দিন দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। একই সাথে, এই মাসে এক থেকে দুই দফা বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৭.৯°সেলসিয়াস) বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমী বৃষ্টির কারণে দেশের প্রধান নদনদীগুলোর পানিপ্রবাহ সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। তবে, মাসের দ্বিতীয়ার্ধে নদনদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC