জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর (শুক্রবার)-এ নেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আগের সূচি অনুযায়ী, এই ঐতিহাসিক অনুষ্ঠানটি ১৫ অক্টোবর (বুধবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে যে, 'জনসাধারণের সুবিধার্থে' এটিকে পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে নিয়ে যাওয়া হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর), রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অনুষ্ঠানটি দুই দিন পেছানোর এই সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, "জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।"
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়াও, দেশের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC