
গণ-অভ্যুত্থান ও ফতেহ গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগরীতে এক বর্ণাঢ্য “জুলাই জাগরণ র্যালি”র আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
মঙ্গলবার সকালে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন। এই সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ,সেক্রেটারি নাজমুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সংগঠনিক সম্পাদক আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বছর প্রথমবারের মতো দেশব্যাপী দিনটি উদযাপিত হচ্ছে এবং এ উপলক্ষে সরকার সাধারণ ছুটিও ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসে পরিবর্তন নিয়ে আসা এই দিনটিকে স্মরণ করে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ দিনব্যাপী কুমিল্লায় বেশ কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সম্মানে একটি সম্মিলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।