
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশের জনগণকে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার, ১৮ জুলাই, এই বিশেষ সুবিধা পাবেন সব ইন্টারনেট ব্যবহারকারী।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল অপারেটরকে এই নির্দেশ জারি করেছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জুলাই মোবাইল অপারেটরগুলো তাদের গ্রাহকদের ৫ দিন মেয়াদী ১ জিবি (গিগাবাইট) ফ্রি ডেটা সরবরাহ করবে। গ্রাহকদের এই বিনামূল্যে ডেটা প্রাপ্তির বিষয়টি এসএমএসের মাধ্যমে অগ্রিম জানিয়ে দেওয়া হবে।
এই উদ্যোগের বিষয়ে বিটিআরসি প্রেরিত এসএমএসের একটি খসড়াও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডেটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”
বিটিআরসি সব অপারেটরকে এই পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে এবং দিবসটি পালনে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।