
‘ঢাকা মেডিকেলের মর্গ থেকে মাইলস্টোনের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তর- দাবি মাইলস্টোন শিক্ষার্থীর অভিভাবকদের’ – এমন শিরোনামে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি’র লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত দাবিটি সঠিক নয় এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৭ আগস্ট প্রকাশিত ‘ঢাকা মেডিকেলের মর্গ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরিচয় না পাওয়া ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর দাফন করা হবে জুরাইন কবরস্থানে’ শীর্ষক শিরোনামের ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে।
তাছাড়া, এখন টিভি কিংবা অন্যকোনো গণমাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ বলে দাফনের জন্য হস্তান্তরের দাবির সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, এখন টিভি’র লোগো ও ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত এবং প্রচারিত দাবিটিও মিথ্যা।