বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তিতে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত বছরের জুলাই মাসে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন তিনি, নিজের জোরালো কণ্ঠ চড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১ জুলাই) এই ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তিতে বাঁধন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।”
বাঁধন শুধু নিজের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতাই নয়, সেই সময়ের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি যোগ করেন, “আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল তার জনগণের দিকে। কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিল। নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল। রিয়া মণির মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিল। কিন্তু তারা বুঝেই উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে!”
আন্দোলনের সেই দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী সবশেষে লেখেন, “আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটা ছিল স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর। আমি সেই আশা সব সময় বুকে ধারণ করেই চলব।” বাঁধনের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC