সেপ্টেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জুনের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৬ কোটি ডলার

Counting Dollars
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের আগে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে অন্যান্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠান। এবার কুরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি।

চলতি জুন মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ থেকে ১২ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৪৬ কোটি ডলার। গত বছরের জুনের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৪ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৭৪ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্স ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় আসে, যা গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তার মানে, গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ২৫ লাখ ডলার।